নরসিংদীর রায়পুরার পৌর এলাকার ৬নং ওয়ার্ডে পারিবারিক কলহের জেরে স্ত্রীর শাবলের আঘাতে স্বামী নিহত হয়েছেন। রোববার দুপুরে রায়পুরা উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের মহেশমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মহেশমারা গ্রামের বারেক মিয়ার ছেলে আবু কাশেম (৫৫)। তিনি পেশায় কীটনাশক ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত স্ত্রী পাপিয়া সুলতানা রুমা (৪৫) ঘটনার পরপরই আটক হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। রোববার সকালে তর্কাতর্কির একপর্যায়ে স্ত্রী ক্ষুব্ধ হয়ে শাবল দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে বিছানায় লুটিয়ে পড়েন। সেখানেই তিনি মারা যান।
রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১