বিনোদন প্রতিবেদকঃ দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাকিব খান। ভিন্নি সময়ে নানা ধরনের প্রেমের গুঞ্জন শোনা যায় তাকে নিয়ে। যদিও তার সাবেক বউয়ের তালিকায় আছেন দুজন তারকাও। তারা হলেন অপু বিশ্বাস ও শবনম বুবলী।
দুজনের ঘরে শাকিব খানের দুটি সন্তানও রয়েছে। তবু প্রেমের গুঞ্জন তার পিছু ছাড়ে না। বেশ কিছুদিন ধরে তার প্রায় অর্ধেক বয়সী অভিনেত্রী পূজা চেরীর সঙ্গে প্রেমের কথা শোনা গেছে। যদিও পূজার সঙ্গে একটি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। গলুই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক আলোচিত হন পূজা চেরী। বিশেষ করে পুজা-শাকিবের প্রেমের গুঞ্জন চাউর হয়। এই প্রেমের ইস্যুতে শাকিব কিছু না বললেও মুখ খুললেন পূজা।
পোড়ামন-২ খ্যাত নায়িকা বলেন, কাজ করতে গেলে প্রেমের গুঞ্জন থাকবেই। শাকিব খানের সঙ্গে সামনে কাজ করলে আপনারা জানবেন।
পূজা আরও বলেন, আগামী সব চরিত্র আমার স্বপ্নের চরিত্র হবে। কারণ আমি আগেই বলেছি পছন্দ না হলে কোনো সিনেমা করব না। আমি কাজের সংখ্যা বাড়াতে চাই না। ভালো কাজ করতে চাই।
এদিকে আবারও রায়হান রাফীর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন পূজা। ওয়েব সিরিজের নাম ব্ল্যাক মানি। গত মাসে সংবাদ সম্মেলন করে এই কাজের ঘোষণা দেন নির্মাতা।
সিরিজের গল্পে উঠে আসবে, হাজার কোটি কালো টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শহরে শুরু হয় একের পর এক খুন। খুন হন প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত কার কাছে বিশাল অংকের টাকা থেকে যাবে সে রহস্য নিয়েই ‘ব্ল্যাক মানি’-র গল্প এগিয়ে যাবে।
এতে আরও অভিনয় করবেন নায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাউদ্দিন লাভলু, ডা. এজাজ, কচি খন্দকার, শিবা শানু, মীর নওফেল জিসানসহ অনেকে।
পোড়ামন-২ পরিচালকের সঙ্গে নতুন কাজের ব্যাপারে উচ্ছ্বসিত পূজা। এটি দারুণ কিছু হতে যাচ্ছে বলেও জানান তিনি। তেমনি শাকিবের সঙ্গেও হয়তো প্রোজেক্ট হবে বলে নানান তিনি।
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শিশুশিল্পী থেকে নায়িকা বনে যান পূজা চেরি। পোড়ামন ২, গলুই, শান, লিপস্টিক, প্রেম আমার টুসহ বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১