লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে অবৈধভাবে পরিচালিত ৫ ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। পুনরায় ভাটা চালু না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনব্যাপী উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল গ্রামে ইউএনওসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ নিয়ে একই গ্রামে এ সপ্তাহে ১২টি ইটভাটা বন্ধ করে দেয় প্রশাসন।
দণ্ডপ্রাপ্ত ভাটা ও মালিকরা হলেন মেসার্স তিশা ব্রিকস স্বত্ত্বাধিকারি মো. সানা উল্যাহ, মেসার্স রিয়াজ ব্রিকসের স্বত্বাধিকারী মো. রিয়াজ, মেসার্স আমরী ব্রিকসের স্বত্ত্বাধিকারি আমির হোসেন, মেসার্স রফিক ব্রিকসের (১) মো. রফিক ও মেসার্স রফিক বিকসের (২) মো. রফিক। প্রত্যেককেই ৫ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, অবৈধ ইটভাটাগুলোর চিমনি, ভাটা ও বিপুলসংখ্যক কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। পুনরায় অবৈধ ভাটাগুলো চালু না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে সহযোগিতা করেছেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, শনিবার (২৬ এপ্রিল) ও সোমবার (২৮ এপ্রিল) চররমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে অভিযান চালিয়ে ৭টি ইটভাটা বন্ধ করা হয়। ভাটাগুলোর মালিকদের মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মঙ্গলবার (২৯ এপ্রিল) কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে ৫টি ইটভাটা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ টি ইটভাটা মালিকের ৯ লাখ টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১