লক্ষ্মীপুরের রামগতি বাজারে অগুনে পুড়ে গেছে ২০ দোকান। জ্বালানি তেলের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি ও কাপড়ের দোকান ছিল।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বাজারের মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডার দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে পুলিশ ও ব্যবসায়ীদের সহযোগিতায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে অন্তত ২০টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুদ আলম বলেন, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান তারা। সকালে আগুন লাগার খবরে দৌঁড়ে বাজারে আসেন। আসার আগেই তাদের দোকান পুড়ে গেছে।
জামাল উদ্দিন নামে এক মুদি দোকানি কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক দেনা-পাওনা করে ব্যবসা করছি। এখন কী করব। সবদিকে অন্ধকার দেখছি। সরকারি সহযোগিতা ছাড়া কোনোভাবেই আর সামনে চলতে পারব না।
রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন লেগেছে। তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
রামগতি ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে ২০টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১