রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ খান মোহাম্মদ জহুরুল হক: রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় তানভীর শেখ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষরা । নিহত তানভীর শেখ বিনোদপুর এলাকার বাবু সিকদারের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০ টার সময় রাজবাড়ী শহরের ৩নং ওয়ার্ড বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুরের সার্বজনীন মন্দিরের পাশে তানভীর মিয়ার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে রেফার্ড করলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ঘটনার খবর পেয়ে থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার তদন্তের কাজ শুরু করেছেন। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তানভীরকে ছুরিকাঘাত করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১