নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. নাজমুল মোল্লা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উছেঠে। রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের ভাগিনা আশরাফুল বলেন, সম্প্রতি এক প্রতিবেশীর সঙ্গে আমার মামার ঝামেলা হয়। ওই প্রতিবেশী মামাকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় প্রথমে মালিবাগ এলাকার একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে আজ সকালে ঢামেক মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Leave a Reply