যশোর জেলা প্রতিনিধিঃ যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। তিনি চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামের মফিজুর রহমানের ছেলে ও কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, বেলা ১১টার দিকে ইব্রাহিম ও তার বন্ধু ইয়াসিন কলেজ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চুড়ামরকাটি ব্র্যাক কার্যালয়ের সামনে তাদের মোটরসাইকেলটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ইব্রাহিম ও ইয়াসিন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। ইয়াসিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বারোবাজার হায়ওয়ে থানার উপপরিদর্শক আদম আলী বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ যশোর হাসপাতাল মর্গে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১