মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়া মাঠে আতিউর রহমান (৩৫) নামের এক ভ্যানচালককে হত্যা করে ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাদিয়াপাড়ার রাস্তার পাশে একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, তার ভ্যান ছিনতাই করতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। নিহত আতিউর রহমান গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে।
নিহতের স্ত্রী জুলেখা জানান, গত শনিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আতিউর। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে ফেসবুকে ছবি দেখে তার লাশ শনাক্ত করি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ছাতিয়ান ও বাদিয়াপাড়া মাঠের একটা কলাবাগানের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১