মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশন (দিয়াবাড়ি) সড়ক সংস্কার কাজ সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ সকাল থেকে চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে সড়কটি।
সিটি কর্পোরেশন জানায়, সড়কটিতে চলাচলে একসময় দীর্ঘ সময় নষ্ট হতো। আজ থেকে কয়েক মিনিটেই মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশনে যাতায়াত সম্ভব।
এর আগে ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন বিষয়টি জানিয়েছিলেন, সংস্কার ও উন্নয়ন কাজের জন্য মিরপুর ডিওএইচএস সংলগ্ন মেট্রেরেল উত্তরা দক্ষিণ স্টেশন হতে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচ এমপি চেক পোস্ট পর্যন্ত সড়ককে ১৩ মার্চ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
সেসময় মকবুল হোসাইন বলেন, আগামী ১৪ মার্চ সকাল থেকে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত প্রকাশ করা হয়েছিল সংস্থাটির পক্ষ থেকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১