নাঙ্গলকোটে ব্রিজের নিচ থেকে শাহরিয়ার আহমেদ পলয় (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।
পলয় পৌরসভার ৬নং ওয়ার্ড গোত্রশাল গ্রামের মুক্তবাড়ির সামছুল হকের ছেলে। মায়ের জন্য ওষুধ কিনতে বের হয়েছিলেন তিনি।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে মায়ের জন্য ওষুধ আনতে বাইরে যান পলয়। এ সময় বাড়ির পাশের মাঠে ব্যাডমিন্টনও খেলেন। রাত গভীর হওয়ার পর পলয় বাড়িতে না এলে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে রাত আনুমানিক দেড়টার দিকে বাড়ির পাশে ব্রিজের নিচে তার মরদেহ দেখতে পান পলয়ের মা। তবে পরিবারের দাবি, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply