মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বজ্রপাতে জাহিদ হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় নিহতের জমজ ভাই জাকির হোসেন বজ্রপাতে আহত হলে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার(২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন তিল্লী গ্রামের সাহাজউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন অটোবাইক চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজকে বিকেলের দিকে নিহত জাহিদ হোসেন ও তার ভাই জাকির হোসেন তাদের বাড়ির পাশে নিজেদের জমি থেকে সরিষা তুলতে যান। পরে সন্ধ্যার দিকে হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে জাহিদ হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং তার ভাই জাকির আহত হন। পরে আহত জাকিরকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। এ ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করে সাটুরিয়া থানা পুলিশ।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম জানান, বৃষ্টির সময় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পরে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১