[caption id="attachment_6106" align="alignright" width="300"] বিজ্ঞাপন[/caption]
রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর ছিনতাইকারীদের হাতে হাফেজ কামরুল হাসানের নিহত হওয়ার ঘটনায় দুই কিশোর ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজনের বয়স ১৬, অপরজনের বয়স ১৭ বছর। শনিবার সকাল সাড়ে ৬টায় যাত্রাবাড়ির করাতিটোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। মাদকের টাকা জোগাড় করতেই তারা ছিনতাইয়ে নেমেছিল বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে শনিবার সংবাদ সম্মেলনের এ তথ্য জানান ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মফিজুল ইসলাম।
তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর হাফেজ কামরুল হাসান তার বন্ধুদের সঙ্গে সাজেক যাওয়ার উদ্দেশ্যে রায়েরবাগ বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে রওয়ানা দেন। রাত ৮টা ৪০ মিনিটে তিনি যাত্রাবাড়ি ফ্লাইওভারের সায়েদাবাদ এলাকায় নেমে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য ফ্লাইওভার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হাফেজ কামরুল ফ্লাইওভারের ওপর সাথী আবাসিক হোটেল বরাবর পৌঁছালে পাঁচ ছিনতাইকারী তার গতিরোধ করে। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। কামরুল হাসান বাধা দিলে ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়।
একপর্যায়ে তাদের দলের এক ছিনতাইকারী তার হাতে থাকা চাকু দিয়ে হাফেজ কামরুল হাসানের বুকে আঘাত করে। এতে তিনি ফ্লাইওভারের ওপর লুটিয়ে পড়েন। এরপর ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
কামরুল হাসানকে রুবেল নামে একজন পথচারী গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত ধলপুরের ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে স্বজনরা সেখানে ছুটে যান। পরে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শুক্রবার কামরুল হাসানের বাবা ইমাম হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১