ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩৬ জনকে আটক করেছে ৫৮ (বিজিবি)।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১২ জন নারী, ১৫ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে কিছু বাংলাদেশি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন খবরে মহেশপুর সীমান্তে অভিযান জোরদার করে বিজিবি। এ সময় মাটিলা, বাঘাডাঙ্গা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত থেকে ৩৬ জনকে আটক করা হয়। পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।
এদিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। চলতি নভেম্বরে ১১৪ জনকে আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১