ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নগরীর শিল্পাচার্য জয়নাল উদ্যানের বৈশাখী মঞ্চের পার্শ্বে অবৈধভাবে গড়ে ওঠা দোকান সহ স্হাপনায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
আজ ৪ মে রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ স্থাপনা এমন উচ্ছেদ অভিযানকে নগরবাসী স্বাগত জানিয়েছে।
অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম।
এসময় আরোও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান,নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ যৌথবাহিনীর ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
অভিযান পরিচালনাকারীর কর্তৃপক্ষ জানান, এসব স্থাপনার কোনো বৈধ মালিকানা কাগজপত্র না থাকায় ও নাগরিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে এগুলো উচ্ছেদ করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘ সময় ধরে পার্কের ভেতরে হাঁটা-চলার জায়গায় (বৈশাখী মঞ্চের পাশে) কয়েকটি অবৈধ খাবার দোকানসহ আরো কিছু অবৈধ ঘর তৈরি করে এখানে ব্যবসা করে আসছিল। এসব ঘটনা ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) জানতে পেরে আজ অভিযান পরিচালিত হয়। বুলডেজার দিয়ে ওইসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে গত ৩০ এপ্রিল জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে পার্কের অবৈধ স্থাপনায় অভিযান চালানো হয়।
Leave a Reply