অপপ্রচার চালিয়ে মব সৃষ্টি করে হত্যার হুমকির প্রতিবাদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নির্বাচনি এলাকার লাখো সমর্থক জনতা ও নেতাকর্মী ফুঁসে উঠেছেন।
এমন ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই তার নিজ নির্বাচনি এলাকা কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম)-এর লাখো সমর্থক জনতা ও নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল-সমাবেশে মিলিত হচ্ছেন।
এমনকি পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের মদদপুষ্ট একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে রাজনীতি থেকে এমনকি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এমন হুমকিতে বিনিদ্র রজনী কাটাচ্ছেন ওই আসনের সিংহভাগ সমর্থক নারী-পুরুষ এবং নেতাকর্মী।
সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত এই তিন উপজেলার হাজার হাজার সমর্থক ও নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে মিলিত হচ্ছেন।
জোর দাবি তুলছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়ে বৃহত্তর হাওড়াঞ্চল তথা কিশোরগঞ্জের এই দেশপ্রেমিক নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানকে রক্ষা করেন।
এ বিষয়ে তার নিজ নির্বাচনি এলাকা মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ বলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান এ আসনের গণমানুষের অবিসংবাদিত নেতা। নিরপেক্ষ নির্বাচন হলে তাকে পরাজিত করার এমনকি তাকে স্পর্শ করার মতো কোনো প্রার্থী এ আসনে জন্ম নেয়নি। এমন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পতিত স্বৈরাচারী সরকারের কিছু দোসররা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি প্রকৃত অর্থে বিএনপি মুক্তিযুদ্ধের দল বোঝাতে গিয়ে অনেক সময় যেসব বক্তব্য রেখেছেন- সেগুলোকে পতিত স্বৈরাচারের দোসরদের মদদে খণ্ডিতভাবে প্রকাশ করে আমাদের নেতার এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের প্রয়াস চালিয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেন, আমি আমার দলকে মুক্তিযুদ্ধের দল বলতে গিয়ে অনেক সময় প্রাসঙ্গিকভাবে অন্যান্য দলমতের কথা বলি; কিন্তু যেভাবে অপপ্রচার হচ্ছে- সেভাবে নয়। আমি সংবাদ সম্মেলন করেও ব্যাখ্যা দিয়েছি- আমার পুরো বক্তব্য একসঙ্গে শুনলেই প্রকৃত ধারণা পাওয়া যাবে। খণ্ডিতভাবে বক্তব্য প্রকাশ করা হলে, পুরাপুরি বক্তব্য না শুনলে অর্থ- ভাবার্থের ভিন্নতা ঘটা স্বাভাবিক। আমি সংবাদ সম্মেলন করে এমনটিই বলেছি।
Leave a Reply