সাভারের ভৈলাপুরে অবস্থিত একটি আবাসন কোম্পানি মধুমতি মডেল টাউন উচ্ছেদ অভিযান না করার জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্লট মালিক সমিতি ও তাদের পরিবার-পরিজনরা।
[caption id="attachment_6106" align="alignleft" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মধুমতি মডেল টাউনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আগে তারা ঢাকা-আরিচা মহাসড়ক বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখেন।
মানববন্ধনে মধুমতি মডেল টাউনের প্রায় কয়েক হাজার প্লট মালিক অংশগ্রহণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসময় তারা জানান, হাইকোর্ট মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করলে আগামী দুই সপ্তাহের মধ্যে মধুমতি মডেল টাউন উচ্ছেদ করবেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এজন্য তারা মধুমতি মডেল টাউনকে উচ্ছেদ অভিযান না করার জন্য শনিবার এ কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, ২০০০ সালে সেখানে কয়েকশ একর জমির মধ্যে মেট্রো মেকার নামে একটি আবাসন কোম্পানি গড়ে তোলা হয়। পরে সেটার নাম দেওয়া হয় মধুমতি মডেল টাউন। সরকারি রেকর্ডে এই জমির জলাশয় ভরাট করে এ আবাসন কোম্পানি করায় পরিবেশবাদী সংগঠন বেলা আদালতে রিট করলে আদালত মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করে।
পরে মধুমতি মডেল টাউন নাম পরিবর্তন করে নান্দনিক হাউজিং সোসাইটি রাখে কর্তৃপক্ষ। সম্প্রতি এ আবাসন কোম্পানিটি উচ্ছেদ করার জন্য হাইকোর্ট নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১