জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস বলছে, পশ্চিম ইরানে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের কেন্দ্রস্থল ইরানের খুজেস্তান প্রদেশের মাসজেদ সোলেমান থেকে প্রায় ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থলটি সনাক্ত করেছে।
উভয় সংস্থা বলছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীর বিস্তৃত ছিল। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্ব) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাবের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নির্ধারণ করা বাকি রয়েছে। চলতি বছরের জুনেও ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্প হয়। এতে ওই সময় চার ব্যক্তি নিহত এবং অন্তত ১২০ জন আহত হয়। এছাড়া গত বছরের শুরুর দিকে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে তিন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০০ জনের বেশি। এলাকাটি তুরস্কের সীমান্তসংলগ্ন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১