চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২ মে) তাদের আটক করা হয়। শনিবার (৩ মে) বিষয়টি জানানো হয়।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, আটক ব্যক্তিরা নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছিলেন। তারা চট্টগ্রাম শহরে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১