ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম মিয়া ও টিটু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
পৃথক অভিযানে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ফজলু মিয়াকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাতে আসামিদের নিজগ্রাম উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৭ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেলিম ও টিটুর বিরুদ্ধে
আখাউড়া এবং ভৈরব থানায় মামলা পৃথক মামলা দায়ের হয়। পরে পালাতক অবস্থায় আদালত মাদক চোরাচালান মামলায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমোদাবাদে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে আদালতের মাধ্যমে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১