গাজীপুরে এক ওষুধ ব্যবসায়ীকে ধরে নিয়ে অস্ত্র ও হত্যা মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা নেওয়ার ঘটনায় জড়িত তিন এসআইকে কোনাবাড়ী থানা থেকে বদলি করা হয়েছে। রোববার রাতে তাদের বদলির আদেশ দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান।
বদলিকৃতরা হলেন- এসআই ও কোনাবাড়ী থানার সেকেন্ড অফিসার উৎপল সাহা, এসআই হামিদ মাহমুদ ও এসআই আবুল কাশেম।
৩ জানুয়ারি রাতে নগরের কোনাবাড়ী বাজার এলাকা থেকে ওই ব্যবসায়ীকে ধরে থানায় নেওয়া হয়। পরদিন সকালে তিনি আদালত থেকে জামিন পান। ভুক্তভোগী ব্যবসায়ী হলেন কোনাবাড়ী হাউজিং এলাকার হোসেন আলী মুন্সীর ছেলে নূরুল ইসলাম (৪৫)। তিনি কোনাবাড়ী বাজার এলাকায় ওষুধের দোকান চালান।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ীকে ধরে নিয়ে টাকা নেওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়ায় রোববার রাতে কোনাবাড়ী থানার এসআই উৎপল সাহা, এসআই হামিদ মাহমুদ ও এসআই আবুল কাশেমকে বদলি করা হয়েছে। তাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান যুগান্তরকে বলেন, ঘটনাটি তদন্তের জন্য একজন এডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে বদলি করা হয়েছে।
Leave a Reply