[caption id="attachment_6423" align="alignleft" width="300"] বিজ্ঞাপন[/caption]
অপহরণ ও হত্যার উদ্দেশ্যে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ওপর হামলা হয়েছে। এ সময় হাতেনাতে ৫ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে বনানী থানায় হত্যাচেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। হামলায় আহত এই টিভি ব্যক্তিত্বকে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ওয়্যারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ চলছে।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে আসার সময় ওয়্যারলেস গেটে এলে সন্ত্রাসীর প্রথমে গাড়ির গতিরোধের চেষ্টা করে। এ সময় ডিএমডি টিপু আলমকে বহনকারী গাড়ির চালক দ্রুত গাড়িটি বৈশাখী টেলিভশনের সামনে নিয়ে আসেন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে টিপু আলম মিলনের ওপর হামলা ও তাকে অপহরণের চেষ্টা করে সেখানে ওতপেতে থাকা ২০-২৫ জন সন্ত্রাসী।
এ সময় ডিএমডির ডাক-চিৎকারে টেলিভিশনের নিরাপত্তা কর্মী ও আশপাশের লোকজন ছুটে এলে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী দৌড়ে পালিয়ে যায়। হাতে-নাতে ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১