মাঠের তারকাদের ছাপিয়ে আলাদা একটা নজর আম্পায়ারের দিকে। ক্রিকেটের মঞ্চে এমন কিছু খুব কমই দেখা গিয়েছে। তবে কখনো কখনো মূল চরিত্রদের ছাপিয়ে শিরোনাম হয়ে যেতে পারেন খেলার নিয়ন্ত্রণ করা আম্পায়াররাও। বাংলাদেশের এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
বাংলাদেশ জাতীয় দলে একসময় নিজে খেলেছেন। তবে আম্পায়ার হয়েই বেশি আলো কেড়েছেন তিনি। শরফুদ্দৌলা সৈকতের সাম্প্রতিক সময়টাও ছিল দারুণ। কদিন আগেই মেলবোর্ন টেস্টে ভারতের যশস্বী জয়সওয়ালকে আউট দিতে গিয়ে নিয়েছিলেন সাহসী এক সিদ্ধান্ত। স্নিকোমিটারে শব্দতরঙ্গ ধরা না পড়লে নিজের জাজমেন্ট থেকে ভারতীয় ব্যাটারকে দিয়েছিলেন আউট। মেলবোর্নে তার সিদ্ধান্ত পরবর্তীতে প্রশংসা কুড়িয়েছিল ক্রিকেট বোদ্ধাদের।
আর সিডনি টেস্টে তার উপস্থিতি নিয়ে ছিল বাড়তি উন্মাদনা। ভারতের গণমাধ্যম থেকে শুরু করে ক্রিকেট ভক্তরাও ব্যস্ত ছিলেন সৈকতকে নিয়ে। তবে বাংলাদেশি আম্পায়ার সেখানেও ছিলেন নিখুঁত, নির্ভুল। এবারের বিপিএলেও পরপর দুদিন একের পর এক দারুণ সিদ্ধান্ত দিয়েছেন তিনি।
তবে এতকিছুর পরেও চলমান বিপিএলের ফাইনালে সময়ের অন্যতম সেরা এই আম্পায়ারকে ধরে রাখতে পারছে না বিসিবি। ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে মাঠে থাকবেন সৈকত। যে সিরিজটায় প্রথম ও ৩য় ওয়ানডেতে মাঠে থাকবেন তিনি।
সঙ্গত কারণে ৭ই ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে থাকছেন না দেশসেরা এই আম্পায়ার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১