বিদেশে পালানোর সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের শার্শা উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই উপজেলার শার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
রোববার রাতে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার কবির উদ্দিন তোতা যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে। তিনি শার্শার ১০ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতা (৫৫)। তার বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে।
শার্শা থানার ওসি রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১