বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছে, বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। শুধু ট্রেন নয় সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি।
উপদেষ্টা অভিযোগ করেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বাহারি রেলস্টেশন তৈরি করেছেন। কর্ণফুলী টানেল ১০ হাজার কোটি টাকা ব্যয় করে নির্মাণ করল কোন যানবাহন চলাচল করে না।
তিনি বলেন, যাত্রী সেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে। জনবল সংকটসহ রেলের উন্নয়নে নতুন করে চিন্তা ভাবনা করা হবে।
আজ শুক্রবার পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে রেলপথ উপদেষ্টা এসব কথা বলেন।
রেলপথ জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশে রেলপথ নৌপথ সড়কপথে প্রয়োজন ছাড়া কি কি অসংগতিপূর্ণ কাজ করা হয়েছে এবং নানা রকম প্রকল্পসহ মেগা প্রজেক্টের কাজ হাতে নেয়া হয়েছিল, যেগুলোর আদৌ কোন প্রয়োজন ছিল কি না ও এগুলোতে কি ধরনের অনিয়ম অসংগতি রয়েছে আমরা এগুলো খতিয়ে দেখছি এবং চিহ্নিত করছি। এরপর অপ্রয়োজনীয় স্থানে যেগুলো সেসব বাদ দিয়ে জনগণের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো যেকোন পথেই হোক সংস্কার বা নির্মাণ করা হবে।
উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ছিলেন একান্ত সচিব, বাংলাদেশ রেলওয়ে ডিজি, এডিজি, পশ্চিম রেলওয়ের জিএম, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১