গাজীপুরে মহানগরীর গাছা এলাকায় ফেসবুকে অপপ্রচার ও প্রপাগান্ডা বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছেন থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহিন।
মঙ্গলবার বিকাল ৩ টায় গাজীপুর সিটি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের দোসর এমারত, রাকিব, তুলি নামে ফেক ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছবি এডিট করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন শাহিন।
প্রতিবাদকারী বিএনপি নেতা সংবাদ সম্মেলনে মিডিয়া কর্মীদের মাধ্যমে এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ইতোমধ্যে অপপ্রচার কারীদের বিরুদ্ধে গাছা থানায় অভিযোগ দায়ের করার কথা জানান তিনি।
এ বিষয়ে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনের ছবি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার করে আসছে। অনতিবিলম্বে এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি করছি।
Leave a Reply