বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের প্রত্যাশায় অধীর আগ্রহে বসে আছে বাংলার মানুষ। তিনি একমাত্র ব্যক্তি যিনি দেশের মানুষের গণতান্ত্রিক ভোটার অধিকার বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ দেড় যোগ ধরে সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানী মালের স্থানীয় হোটেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মালদ্বীপ বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলমের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র সহ সভাপতি নেহের মিয়া রানা, শাহ্ আলাম, এমরান হোসেন তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজ, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক অনিকসহ মালদ্বীপ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করে।
তারা বলেন, জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। যে দলের লক্ষ্য উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমরা সেই দলের একজন গর্বিত সদস্য হয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে যাব।
আলোচনা শেষে প্রয়াত জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মালদ্বীপ বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
Leave a Reply