পটুয়াখালীর বাউফলে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিধান চন্দ্র বিশ্বাস ওরফে গোল্ডফাদার নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিএমপি গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত বোজেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে। এলাকায় অনেকের কাছেই তিনি গোল্ডফাদার হিসেবে পরিচিত।
পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি জসিম উদ্দিন বলেন, ডিএমপির একটি গোয়েন্দা দল বাউফলের বগা পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় বিধানকে গ্রেপ্তার করেছে। বিধান স্বর্ণ চোরাচালানে জড়িত এবং তার বিরুদ্ধে ঢাকায় এ সংক্রান্ত মামলা আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মাসুদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আমাদের কিছু তদন্তের কাজ চলছে। ডিএমপির মিডিয়া সেন্টার থেকে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১