রবিউল ইসলাম, খুলনাঃ বাংলাদেশের চিংড়ি মৎস্য শিল্প ও সাদা মাছ বাজারজাতকরণ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন এদের প্রতিহত করার কেউ নেই এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সরজমিনে ঘুরে এসে দেখা যায়, খুলনা বিভাগের অধিকাংশ জেলাগুলিতে উৎপাদিত হয় এই চিংড়িসহ অন্যান্য প্রজাতির মাছ। যা বাংলাদেশের অনেক বড় বড় শহরের মার্কেট গুলিতে বিক্রি হয়ে থাকে। বিশেষ করে সাতক্ষীরা জেলা, খুলনা জেলা, যশোর জেলা ও বাগেরহাট জেলা সমূহের বিভিন্ন অঞ্চলে চিংড়িমাছ সহ অন্যান্য প্রজাতির সাদা মাছের চাষ হয়ে থাকে । একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা প্রতিনিয়ত চিংড়ি থানার অবৈধ ভাবে পুস করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। উপজেলা প্রশাসনের সহায়তায় করে থাকেন এই সকল অসাধু ব্যবসায়ীরা,তারা চিংড়ি মাছে অবৈধ ভাবে বিভিন্ন ধরনের অখাদ্য-যেমনটি ইউরিয়াসার,আটা,জেলি ও এরারুট, ইনজেকশন সিরিঞ্জ দিয়ে মাছে পুস করে বাজারজাত করতে দেখা যায়,এই সকল কর্মগুলো ঘটে থাকে প্রত্যন্ত অঞ্চলের চিংড়ি মাছের ডিপো গলিতে যা উপজেলা প্রশাসনের অধিকাংশ অফিসাররা বিষয়টি জানেন জেনেও তারা তাদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করছে না বলে জানা যায়।
অসাধু ব্যবসায়ীরা এই সকল কর্মকান্ড ঘটিয়ে থাকেতাদেরর তথাকথিত ক্যাশিয়ার ও মৎস্য অধিদপ্তরের অসাধু অফিসারদের সহায়তায় এই সকল কর্মকান্ড পটিয়া থাকে। এই সকল অসাধু ব্যবসায়ীদের কারণে আন্তর্জাতিক বাজারে আমাদের চিংড়ি মাছ রপ্তাদিতে অনেক দেশ অনিহা প্রকাশ করে যা বাংলাদেশ সরকার জানেন না তাই আমাদের বিনীত অনুরোধ চিংড়ি মাছ বাজারজাতকরণে নজরদারি বাড়ানো দরকার তাহলে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন থাকবে। আমরা চাই চিংড়ি মাছের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।
আজকাল শোনা যায় এই সকল পুরুষ নাকি সাদামাছেও করছে এই সকল অসাধু ব্যবসায়ীর গান আর কতদিন এই সকল অসাধু ব্যবসায়ীরা তাদের কার্য পরিচালনা করবে আমরা তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। পাশাপাশি বিনীতভাবে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন তাদের সঠিক তদারকি করে মৎস্য বাজার গুলিতে তদারকি অব্যাহত রাখেন। খুলনা জেলা অন্তর্গত কয়রা পাইকগাছা ডুমুরিয়া থানা গলিতে ব্যাপক পরিমাণে পৌষ কার্যক্রম অব্যাহত রয়েছে এদের কাছে জিজ্ঞাসা করলে তারা প্রতিউত্তরে আমাদেরকে জানায় এগুলো সবাই করে আমরাও করি আপনারা লিখে কিছুই করতে পারবেন না তাই উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১