মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বলেছেন, ‘ফ্যাসিবাদের দোসররা এখনো রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে। এজন্য সংস্কার কাজে বেশি সময় নেয়া যাবে না। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রের সব অঙ্গকে দুর্নীতি ও দলীয়করণে নষ্ট করে দিয়ে গেছে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তাই এগুলোর সংস্কার জরুরি। যৌক্তিক সময়ের মধ্যে সব সংস্কার কাজ সম্পন্ন করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
তিনি বলেন, ‘দেশের রাষ্ট্রযন্ত্রে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়। তাদের অপচেষ্টা এবং ষড়যন্ত্র দেশের অগ্রগতির পথে বড় বাধা। আমাদের দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারকে সফল করতে সহায়তা করা। কারণ এই সরকার ব্যর্থ হলে আমাদের স্বাধীনতা আবারো বিপন্ন হবে।’
বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের উদ্যোগে স্থানীয় মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আইনজীবী শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাসুদ সাঈদী বলেন, হাজারো মানুষের আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িত ইসকন সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তিনি বলেন, ‘প্রত্যেক শহরের অলি-গলি থেকে শুরু করে পাড়ায়-মহল্লায় নিজ নিজ উদ্যোগে পাহারা বসিয়ে রাতে অবস্থান গ্রহণ করতে হবে। দেশের অস্থিতিশীল অবস্থাকে পুঁজি করে কেউ যেন সনাতন ধর্মাবলম্বীদের কারো উপরে নাশকতামূলক হামলা করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। পতিত ফ্যাসিবাদ নানা নামে বারবার ফিরে আসার চেষ্টা করছে। শুরুতে তারা এসেছিল আনসার লীগ হয়ে। এরপর কখনো চাকরি লীগ, কখনো দাবি লীগ, কখনো বেতনভাতা বৃদ্ধি লীগ, কখনো সুবিধা বঞ্চিত লীগ নামে এসেছে। অতিসম্প্রতি তারা ফিরে এসেছে কিস্তি লীগ নামে। এই কিস্তী লীগ নামের ইন্ডিয়ান হস্তিরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পৃথিবীকে দেখাতে চায়। দেশপ্রেমিক জনতা তা কখনোই হতে দিবে না।’
বিপ্লবোত্তর গণমানুষের প্রত্যাশার কথা উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, জামায়াতে ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী শুধুই কোনো রাজনৈতিক দল নয়, সামাজিক সংগঠনও নয়, আবার শুধু দাওয়াহ সংগঠনও নয়; বরং জামায়াত দ্বীনের একটি পূর্ণাঙ্গ সংগঠন। এখানে সব উপাদান আছে, কোনো কিছু বাদ নেই। তাই দেশ গঠনে জামায়াতের বিকল্প নাই।
নাজিরপুর উপজেলার তারবিয়াত সেক্রেটারি ও ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মাওলানা কাজী মহিউদ্দিন বাহাদুরের সঞ্চালণায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, পিরোজপুর জেলার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। সমাবেশে আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারী কাজী মোসলেহ উদ্দিন, জাতীয় ইমাম সমিতি নাজিরপুর উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ ফরিদ আহমেদ, ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাসনাত ডালিম, মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদি হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাজিরপুর উপজেলা শাখা সভাপতি শেখ আবু হানিফ।
জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী এর আগে নাজিরপুরের বৈঠাকাটা ডিগ্রি কলেজ আয়োজিত কলেজের শিক্ষক, ম্যানেজিং কমিটি ও ছাত্রছাত্রীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
Leave a Reply