জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী বলেছেন, প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে। এবারের (জুলাই-আগস্ট) বিপ্লবে তেমন কিছু হয়নি। কিন্তু ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ। গতকাল দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ শঙ্কা প্রকাশ করেন তিনি। আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘এখন কিন্তু মানুষ আর আগের মতো নেই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। মানুষের ভাবনা, আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার ব্যবস্থা আমাকে নিতে হবে। মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সেটা আমাদের চেষ্টা করতে হবে।
Leave a Reply