বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। শনিবার একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় হায়দরাবাদের এই সংসদ সদস্য কাশ্মির হামলার পেছনে পাকিস্তানকে দায়ী করে কঠোর সমালোচনা করেন। এসময় তার ভাষণে উঠে আসে ফজলুর রহমানের ফেসবুকে দেওয়া এক মন্তব্য।
সম্প্রতি বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমান তার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’
ফজলুর রহমানের এমন মন্তব্য অবশ্য সরকার সমর্থন করে না বলে পরিষ্কার করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফজলুর রহমানের দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনোভাবেই একমত পোষণ করে না অন্তর্বর্তী সরকার।
তবে সরকার এই মন্তব্যে ভিন্নমত পোষণ করলেও ভারতে এ নিয়ে আলোচনা হচ্ছে বেশ। এবার কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের সমালোচনা করতে গিয়ে তাই বাংলাদেশকে টেনে এনেছেন আসাদুদ্দিন ওয়াইসি।
তিনি ফজলুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে যে একটি স্বাধীন দেশ হিসেবে আপনার অস্তিত্ব ভারতের কাছে ঋণী।’
এদিন পাকিস্তানের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘এরা একটি ব্যর্থ জাতি। যারা ভারতকে কখনো শান্তিপূর্ণভাবে থাকতে দেবে না। তবে ভারত পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী এবং সর্বদা তাই থাকবে। পাকিস্তান তার বিভিন্ন জাতিগত গোষ্ঠীর মধ্যে শান্তি নিশ্চিত করতে পারেনি, ইরান ও আফগানিস্তানের মতো অন্যান্য প্রতিবেশীদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই। মোদি সরকার তার জাহাজ ও বিমানের চলাচলের উপর যথাযথভাবে বিধিনিষেধ আরোপ করেছে। FATF ধূসর তালিকার মতো আরও শক্তিশালী পদক্ষেপ বিবেচনা করা উচিত।’
Leave a Reply