লিগ পর্বে সবার ওপরে থেকে প্লে-অফের টিকিট পায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। টুর্নামেন্টের ‘বিজনেস এন্ডে’ দলের শক্তি বাড়াতে আরও কয়েকজন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে চেয়েছিল তারা।
কিউই পেসার অ্যাডাম মিলনে এবং আফগান রহস্য স্পিনার নুর আহমেদকে দলে টানার কথা ছিল তাদের। তবে প্লে-অফে দলটির প্রথম কোয়ালিফাইয়ারের দিন জানা গেল, এই দুই বিদেশিকে পাচ্ছে না বরিশাল।
ফরচুন বরিশাল সূত্র গণমাধ্যমকে জানায়, ব্যস্ততার কারণে মিলনে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। তবে নুর আহমেদের কেন আসছেন না, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।
প্লে-অফের আগে নামকরা বিদেশি ক্রিকেটারদের দলে টানার চেষ্টা ছিল এই পর্বে উত্তীর্ণ চার দলেরই। এর মধ্যে আজ (সোমবার) এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে নতুন তিন বিদেশি ক্রিকেটারকে একাদশে রেখেও ভরাডুবি হয়েছে রংপুরের।
ইংলিশ জেমস ভিন্স, অস্ট্রেলিয়ান টিম ডেভিড এবং ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল মিলে সাকুল্যে ১২ রান করতে পেরেছেন। এতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া রংপুর গুটিয়ে যায় ৮৫ রানে। সে রান ৯ উইকেট এবং ৫৮ বলে হাতে রেখেই পেরিয়ে যায় মেহেদী হাসান মিরাজের খুলনা।
প্লে-অফের আগে দুই বিদেশি ক্রিকেটার শিমরন হেটমায়ার এবং জেসন হোল্ডারকে দলে টেনেছে খুলনা। তবে এলিমিনেটরে রংপুরকে হারাতে দলটির দেশি খেলোয়াড়রাই যথেষ্ট ছিলেন।
Leave a Reply