দলীয় পরিচয় দিয়ে তদবির বন্ধে সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব বলেন। এসময় তিনি আরও বলেন, সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করায় কেউ ক্ষোভ প্রকাশ করছেন। দলীয় পরিচয় দিয়ে তদবির বন্ধে এটি করা হয়েছে। যেসব সাংবাদিক ক্ষুব্ধ হয়েছেন তারা আবার আবেদন করতে পারে। সরকার বিবেচনা করে দেখবে।
একই ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচিত সরকারের ডিউরেশন চার বছর হোক। তা নিয়ে কাজ করা হবে। আল জাজিরার সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা তাই বলেছেন। এই বক্তব্য পুরোটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। চার বছরের কথা কোথাও বলা হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১