[caption id="attachment_5567" align="alignleft" width="300"] বিজ্ঞাপন[/caption]
আপনি ত্বকের যত্ন নিচ্ছেন, কিন্তু চুলের যত্ন নিচ্ছেন কি? ত্বকের যত্নের পাশাপাশি আপনাকে চুলেরও যত্ন নিতে হবে। আর চুলের যত্ন নিতে আপনাকে বাজার চলতি হেয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে না, এমন নয়। কারণ আপনার চারপাশে এমন কিছু প্রাকৃতিক তথা ঘরোয়া উপাদান রয়েছে, যা দিয়ে সহজেই ন্যাচরাল কন্ডিশনার তৈরি করে নিতে পারবেন। আর তাতে যেমন রাসায়নিকের ভয় নেই, তেমনই আপনাকে অতিরিক্ত টাকা খরচ হওয়ার চিন্তাও করতে হবে না
চলুন যেভাবে আমরা ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিতে পারি।
১. কলার কন্ডিশনার
আপনি তৈরি করুন কলার কন্ডিশনার। একটি কলার সঙ্গে তিন টেবিল চামচ মধু, তিন টেবিল চামচ দুধ, তিন টেবিল চামচ অলিভ অয়েল এবং একটি ডিম ভালো করে মিশিয়ে নিন একেবারে পেস্টের মতো করে। ১৫ থেকে ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন। তা হলেই টের পাবেন এ কন্ডিশনারের উপকারিতা কেমন।
২. ভিনিগার ও ডিমের কন্ডিশনার
ভিনিগার ও ডিমের কন্ডিশনার তৈরি করুন। দুই কিংবা তিনটে ডিমের সঙ্গে এক টেবিল চামচ ভিনিগার, ২ চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর তাতে দেড় চা চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ মধু দিয়ে আবার মিশিয়ে নিন। মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট চুলে লাগিয়ে অপেক্ষা করুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন। এতে চুল তো মসৃণ হবেই, সেই সঙ্গে হেয়ার ফলও বন্ধ হবে।
[caption id="attachment_5602" align="alignleft" width="133"] বিজ্ঞাপন[/caption]
৩. নারিকেল ও মধুর কন্ডিশনার
আপনি নারিকেল ও মধুর কন্ডিশনার তৈরি করে চুলে দিন। এক টেবিল চামচ নারিকেলের তেল নিয়ে তাতে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ দই, ১ চা চামচ গোলাপজল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর শ্যাম্পু করা চুলে দিয়ে ১০-১৫ মিনিট সময় নিন, এরপর ধুয়ে ফেলুন। নারিকেলের তেল চুলের গোড়া ভালো রাখতেও সাহায্য করে।
৪. দইয়ের কন্ডিশনার
দইয়ের কন্ডিশনার দিয়েও চুল ঝকঝকে উজ্জ্বল করা যায়। বাটিতে একটি ডিম নিয়ে ফেটিয়ে নিন। এরপর ছয় টেবিল চামচ দই মেশান। এর পর মাথায় দিয়ে ১৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। দইয়ের প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড চুলের পক্ষে খুব ভালো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১