বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মানিকছড়িতে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে খাগড়াছড়ির জেলার মানিকছড়ি উপজেলায় দক্ষিন ফকিরনালা ডেপুওয়া পাড়া চাক্রামুনি বৌদ্ধ বিহারে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা উপস্থিত থেকে এসব অনুদান দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে অংচিংনু মারমা বলেন, আমরা সবসময় সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের মাঝে সহযোগিতা করার চেষ্টা করি।
তিনি আরো বলেন, শিক্ষায় ক্ষেত্রে মারমা এখনো পিছিয়ে আছে, চেষ্টা করতে হবে পড়াশোনা করে শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো। সামর্থ্য অনুযায়ী মানুষকে সেবা দেয়া আমাদের ধর্ম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা উক্রাচিং মারমা, সাংগঠনিক সম্পাদক আপ্রুমং মারমা, সহ সাংগঠনিক সম্পাদক আব্রেই মারমা, মানিকছড়ির উপজেলা শাখার মারমা যুবক ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, মারমা যুব ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা সভাপতি উষাজাই মারমা , সহ-সভাপতি অংগ্য মারমা,সাংগঠনিক সম্পাদক উগ্যজাই মারমা, সহ-সভাপতি আপ্রুসি মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক লাব্রেচাই মারমাসহ , মারমা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখা প্রচার সম্পাদক নিথৈই মারমা এলাকা বাসী গণ্যমান্য ও মারমা যুব ঐক্য পরিষদ নেতৃবৃন্দ
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১