1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় পরস্পরের গ্রহণ করা বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর উভয়ের মধ্যে এটিই প্রথম একান্ত সাক্ষাত। প্রায় ৩০ মিনিট ব্যাপী স্থায়ী এই সাক্ষাতে তারা পরস্পর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। 

বুধবার রাতে সুপ্রিম কোর্টে গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতকালে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টাকে জাতির এই ক্রান্তিলগ্নে দেশ পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করার জন্য আনুষ্ঠানিক ধন্যবাদ জানান। একই সঙ্গে ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও চেতনার আলোকে বিচার বিভাগকে আরও জনমুখী করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন সেসব বিষয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন প্রধান বিচারপতি। বিচার বিভাগের সার্বিক মানোন্নয়নের নিজের ঘোষিত রোডম্যাপের রূপরেখা তুলে ধরেন তিনি।

এতে আরও বলা হয়, প্রধান বিচারপতি রাষ্ট্র সংস্কারে প্রধান উপদেষ্টার নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টার বিচক্ষণ নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও আশা করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রধান উপদেষ্টাও প্রধান বিচারপতির নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। এছাড়া প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারে যে সব পদক্ষেপ নিয়েছেন, তা সফলভাবে বাস্তবায়িত হলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে এবং এদেশের বিচারপ্রার্থী জনগণ স্বল্প সময়ে স্বল্প খরচে বিচারসেবা পেতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট