কুষ্টিয়া সদরে আতিয়ার খাঁ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়ার মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
নিহত আতিয়ার সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জোতপাড়া এলাকার মৃত ঝড়ু খাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির জমি নিয়ে প্রতিবেশী আজাদ, রানা, আমজাদের সঙ্গে বিরোধ চলছিল আতিয়ারের। এ ঘটনার জের ধরে গত এক মাস আগে আতিয়ারের পরিবারের সদস্যদের মারপিট করেন প্রতিপক্ষের লোকজন এবং বাড়ি ভাঙচুর করে৷ এ ঘটনায় থানায় মামলা করেন আতিয়ারের বড় ছেলে লিটন। এরপর রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পেয়ে আতিয়ার ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিধামকি দেন।
এ ঘটনার জের ধরে আতিয়ারের মাথায় কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের আজাদ, রানা, আমজাদ ও তাদের লোকজন। রোববার দিবাগত রাতে পূর্ব পরিকল্পিতভাবে কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়ার মাঠে তাকে হত্যা করে ফেলে রাখা হয়৷ সোমবার সকালে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
নিহত আতিয়ারের বড় ছেলে লিটন বলেন, জমি নিয়ে প্রতিবেশী আজাদ, রানা, আমজাদের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এক মাস আগে তারা আমাদের হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এতে বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় মামলা করার পরে রানাকে পুলিশ গ্রেপ্তার করে। রানা জেল থেকে ছাড়া পেয়ে বেপরোয়া হয়ে ওঠে। প্রায় সময়ই হত্যার হুমকি দিয়ে বেড়াতেন। রোববার রাতে পূর্বপরিকল্পিতভাবে আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে তারা। হত্যার পর মাঠের মধ্যে লাশ ফেলে রাখে তারা। এ ঘটনায় জড়িত মৃত আজিবার মৃধার ছেলে আমজাদ, রানা, আজাদ সহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক।
কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মাথায় একাধিক জায়গায় কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এখনো মামলা হয়নি, কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১