বাইশগজে ভারত-পাকিস্তানের লড়াই নিয়ে দু’দেশের মানুষের উন্মাদনা বহু পুরোনো। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মর্যাদার লড়াই হিসেবে দেখা হয় এই ম্যাচকে। পাক-ভারত উন্মাদনার স্বাদ এখন ভারত-বাংলাদেশ ম্যাচে খুঁজে পান অনেকে। দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনাও মিশে যাচ্ছে ক্রিকেটের এই উত্তাপে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুই প্রতিবেশী দেশ মুখোমুখি লড়াইয়ে নামছে। ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের চেয়ে কোনো অংশে কম আলোচনা হচ্ছে না এই ম্যাচ ঘিরে।
চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহকে পাচ্ছে না ভারত। আর তর্কসাপেক্ষে বিশ্বসেরা এই পেসারের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় সুযোগ বলে মনে করেন টাইগার সাবেক ওপেনার ইমরুল কায়েস। ভারতের পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন ম্যাচটি নিয়ে কথা বলেছেন তিনি।
ইমরুল কায়েস বলেন, ‘ভারত শক্তিশালী দল। তাদের ব্যাটিং এবং বোলিং লাইনআপ অসাধারণ। তবে বুমরাহ দলে নেই। আমরা জানি সে গত ২ বছরে কী করেছে। ওর অনুপস্থিতি বাংলাদেশের কাছে একটা সুযোগ ম্যাচ জেতার।’
জসপ্রীতের অনুপস্থিতিতে ভারতীয় পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন শামি, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা। ইমরুল বলেন, শামির অন্তর্ভুক্তি ভারতীয় দলের জন্য খুবই বড় ব্যাপার। সে হয়তো ফিটনেস নিয়ে এখন সমস্যার মধ্যে রয়েছে। তবে ও যদি ছন্দ খুঁজে পায় তাহলে বাংলাদেশের জন্য সমস্যা রয়েছে।
অন্যদিকে বাংলাদেশের দলে নেই সাকিব আল হাসান এবং লিটন দাস। যার কারণে সমস্যায় পড়বে বাংলাদেশ বলে মনে করছেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, আমি সাকিবকে অবশ্যই মিস করব। যেকোনো ম্যাচে ওর অবদান অনস্বীকার্য। এই মুহূর্তে বাংলাদেশ সমস্যার মধ্যে রয়েছে। সাকিব না থাকার অর্থ বাংলাদেশকে অতিরিক্ত একজন স্পিনার খেলাতে হবে। তিনি আরও বলেন, লিটনের অনুপস্থিতিও চিন্তার বিষয়। বিপিএলের শেষ কয়েকটি ম্যাচে ওর ফর্ম নিয়ে প্রশ্ন ছিল। তবে সৌম্য সরকার এবং তানজিদ তামিম ভালো পারফরম্যান্স করেছে।’
ইমরুল আরও বলেন, ‘আপনি যদি মেহেদি হাসান মিরাজের দিকে দেখেন, সে যখন জাতীয় দলে এসেছিল তখন নতুন ছিল। তবে ওর মধ্যে প্রচুর সাহস রয়েছে। ওর স্বভাব বলে দেয় ও একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। ও কিছু নিয়ে চিন্তা করে না। সবসময় ভাবে আমি এটা করব।’
আরও যোগ করেন, ‘মেহেদি যেকোনো জায়গায় ব্যাট করতে পারে। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ও ভারতের বিরুদ্ধে ওপেন করেছিল। সাকিবও ওরকম ছিল। তাই আমার মনে হয় মেহেদি দলের ফাঁকা জায়গাটা পূরণ করতে পারবে। তবে বলের দিক থেকে বাংলাদেশ অবশ্যই সাকিবকে মিস করবে। ও বল হাতে যেই প্রভাবটা রাখত সেটার তুলনা করা চলে না।’
Leave a Reply