1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

পিএসজিকে কঠিন পরীক্ষায় ফেলল লিভারপুল

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

প্যারিস নিয়ে কত কথাই জমছিল। অপয়া ভেন্যুও বলা হচ্ছিল। আর্নে স্লট সবশুনে প্রশ্ন তুলেছিলেন, ‘আমরা কি পিএসজিকে ভয় পাচ্ছি?’ উত্তরও দিয়েছিলেন লিভারপুলের বস, ‘অলরেডরা কাউকে ভয় পায় না।’ মাঠের লড়াইয়ে যদিও ভয় ধরিয়ে দিয়েছিল পিএসজি। কিন্তু সুযোগ মিসের মহড়া আর গোলমুখে আলিসন বেকারের বীরত্বে হারটাই এসেছে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে সব মিলিয়ে কঠিন এক পরীক্ষার মুখে পড়ে গেছে পিএসজি। ঘরের মাঠে গতকাল প্যারিসের ক্লাবটি হেরেছে ১-০ ব্যবধানে। অ্যানফিল্ডে পিছিয়ে থেকেই লড়তে হবে। ১২ মার্চ ইংল্যান্ডে বসবে দ্বিতীয় লেগ। সেখানে কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হবে লুইস এনরিকের শিষ্যদের। যা কঠিনই বটে।

 

প্রিমিয়ার লিগের দৌড়ে দারুণভাবে এগিয়ে আছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগেও আছে দাপুটে ফর্মে। বুধবার রাতের ম্যাচে যদিও তেমন দাপট দেখাতে পারেনি। গোলে শট, আক্রমণ না বল দখল—সবগুলোতেই পিছিয়ে ছিল অলরেডরা। মোদ্দাকথা পিএসজি ছড়ি ঘুরিয়েছিল। ৭১ শতাংশ বল দখলে রেখে ৩৭ বার গোলে শট নিয়েছিল পিএসজি। গোলমুখে ছির ১০টি। যার প্রতিটি দারুণ নৈপূণ্যে ফিরিয়েছেন আলিসন। বিপরীতে তিন শটের একটিতেই জালে বল জড়িয়ে দেয় লিভারপুল।

 

এনরিকের পিএসজি শেষ ২০টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের ১৮টিতেই জিতেছিল। বাকি দুটি ড্র। অগণিত সুযোগ নষ্টের পর পার্ক দে প্রিন্সেসে হার দেখতে হয় তার দলকে। স্বাগতিকদের জন্য ওয়াল হয়ে দাড়িয়েছিলেন গোলরক্ষক আলিসন। দারুণ কিছু সেভে স্কোর হতে দেননি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে হার্ভি এলিয়ট ঠুকে দেন আচমকা গোল। ৮৭ মিনিটের সেই গোলেই অপয়া ভেন্যু থেকে আসে জয়।

লিভারপুল এগিয়ে থেকেই ফ্রান্স ছাড়ে। আগামী সপ্তাহে অ্যানফিল্ডে অগ্নিপরীক্ষা দিতে হবে পিএসজিকে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিতে ইংলিশদের শীর্ষ ক্লাবকে শুধু হারালেই চলবে না, এনরিকের শিষ্যদের নির্দিষ্ট ব্যবধানও মাথায় রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট