নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব মেয়াদোত্তীর্ণ দেনা পরিশোধ করলো পেট্রোবাংলা। বুধবার (৩০ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বার্তায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় মোট দেনা ছিল ৭৩৭.৪৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৭০২.০৩ কোটি টাকা)। যা বকেয়াসহ এ পর্যন্ত মোট ৩ হাজার ৭৩৯.৯৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৫ হাজার ২৫৩.৪০ কোটি টাকা) পরিশোধ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগসহ পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট সব সংস্থার যুগোপযোগী ও গতিশীল টিম ওয়ার্কের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রার দুই মাস আগে এ দেনা পরিশোধ করা সম্ভব হয়েছে।
পেট্রোবাংলা জানায়, আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি), দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি ও স্পট মার্কেট থেকে আমদানি করা এলএনজি সরবরাহকারী, দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) ঋণের সুদসহ পুঞ্জীভূত দেনা পরিশোধ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ এবং এপ্রিলে পেট্রোবাংলা কর্তৃক ৪ শ্রেণীর পাওনাদারদের যথাক্রমে সর্বমোট ৬৫৪.৭০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮ হাজার ০৫২.৮১ কোটি টাকা) এবং ৭৯০.৭৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৯ হাজার ৮০৫.০৫ কোটি টাকা) সর্বমোট ১ হাজার ৪৪৫.৪১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৭ হাজার ৮৫৭.৮৬ কোটি টাকা) পরিশোধ করেছে। ফলে ৩০ এপ্রিল পেট্রোবাংলার কাছে আইওসি শেভরন ও তাল্লো, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহকারী কাতার এনার্জি ও ওকিউটি, স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহকারী,
এফএসআরইউ এবং আইটিএফসির মেয়াদোত্তীর্ণ কোনো পাওনা নেই।
এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং অর্থ বিভাগের অনুমোদনের আলোকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) পেট্রোবাংলাকে ২ হাজার কোটি টাকা ঋণ প্রদান করায় পেট্রোবাংলার পক্ষে সমুদয় বৈদেশিক দেনা পরিশোধ করা আরও সহজতর হয়েছে।
Leave a Reply