1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
Title :
ইসিতে ৮৪টি আসনের সীমানা নিয়ে শুনানি শেষ ২১৬ আসনের সীমানায় ইসি হাত দেবে না গাজীপুরে অনুমোদিত ভবন ঢাকায় নির্মাণ ফেঁসে যাচ্ছেন রাজউকের ‘অথরাইজড অফিসার এ যেনো আলাদীনের চেরাগের কাহিনীকেও হার মানিয়েছ : বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আয়ুব আলী যেন এক ধনকুবের ! পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস সীমানা পুনর্নির্ধারণে ৫ অঞ্চলের শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু আজ নিহত পরিবার সদস্যদের সংবাদ সম্মেলন রানওয়ে এলাকা থেকে মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠান স্থানান্তরসহ ৯ দাবি হিজাবকাণ্ডে অভিযুক্ত ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত মাইলস্টোনে বিমান দুর্ঘটনা ‘বাচ্চাদের মৃত্যু নিয়ে কথা বললেই বলে, আমরা নাকি মায়াকান্না করি’

নিজ দপ্তরেই শ্যালকের নামে ঠিকাদারি ব্যবসা করেন ঢাকা ওয়াসার প্রকৌশলী

  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সরকারি চাকরির পাশাপাশি নিজ দপ্তরে ঠিকাদারি ব্যবসা শুরু করেছেন ঢাকা ওয়াসার পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্বাহী প্রকৌশলী গাজী আসরিব বিন সালাম।

সরাসরি নিজের নাম ব্যবহার না করে আপন দুই শ্যালকের নামে ঠিকাদারি কাজ অব্যাহত রেখেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা ওয়াসা সংশ্লিষ্টরা জানান, ওসমান ট্রেডিং করপোরেশন এবং এম এইচ কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছরে পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টসহ ঢাকা ওয়াসায় বহু কাজ করছে। হিসাব বিভাগ থেকে বিল উত্তোলনের প্রমাণপত্রও মিলেছে।

দুই শ্যালকের নামে এই প্রকৌশলীর ব্যবসার বিষয়টি ঢাকা ওয়াসায় ‘ওপেন সিক্রেট’। বছরের পর বছর তিনি চাকরির পাশাপাশি শ্যালকদের নামে ব্যবসা করলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

কারণ হিসাবে জানা যায়, প্রকৌশলী গাজী আসরিব নিজেকে আওয়ামী লীগ পরিবারের সদস্য এবং ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করেছেন বলে দাপট দেখাতেন। পাশাপাশি সমালোচিত ঢাকা ওয়াসার সাবেক এমডি প্রকৌশলী তাকসিম এ খানের ঘনিষ্ঠজন হওয়ায় এসব থেকে রেহাই পেয়ে গেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই শ্যালকের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে নিজের ঠিকাদারি ব্যবসা অব্যাহত রেখেছেন প্রকৌশলী গাজী আসরিব। এর মধ্যে এম এইচ কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান। অন্যটি ওসমান ট্রেডিং করপোরেশন। এর স্বত্বাধিকারী মো. মোয়াল্লেম হোসেন। এই দুজনই প্রকৌশলীর স্ত্রী ফারহানা দিল আফরোজের আপন ভাই।

অনুসন্ধানে জানা যায়, ঢাকা ওয়াসায় কর্মীর তথ্য বিবরণীতে গাজী আসরিব বিন সালামের স্ত্রীর নাম রয়েছে ফারহানা দিল আফরোজ। তার জাতীয় পরিচিতি তথ্যে দেখা গেছে, তার বাবার নাম মো. মোতাহার হোসেন এবং মায়ের নাম শামসুন নাহার। ঠিকাদারি প্রতিষ্ঠান এম এইচ কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান এবং ওসমান ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী মো. মোয়াল্লেম হোসেন-উভয়ের বাবা ও মায়ের নামের জায়গায় একই নাম লেখা।

অনুসন্ধানে আরও জানা যায়, এম এইচ কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স একটি আমদানিকারক, প্রথম শ্রেণির ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠান। ৭১/১/এ, উত্তর যাত্রাবাড়ী, ঢাকার ঠিকানায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স বা ব্যবসায়িক অনুমোদন নিয়েছে।

আর ওসমান ট্রেডিং করপোরেশনের ট্রেড লাইসেন্স অনুযায়ী এটিও একটি আমদানিকারক, প্রথম শ্রেণির ঠিকাদার এবং সরবরাহকারী প্রতিষ্ঠান। এটি ১১/৩, রোড-১, কল্যাণপুর, মিরপুর, ঢাকা থেকে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে।

এ প্রসঙ্গে এম এইচ কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান বলেন, গাজী আসরিব বিন সালম তার নিকটাত্মীয় নন। এলাকার সম্পর্কে ভগ্নিপতি হন। তবে সুনির্দিষ্ট প্রমাণাদি উপস্থাপন করলে নিজের ভগ্নিপতি বলে স্বীকার করেন। তিনি বলেন, কয়েকটি কাজ করার পর সমালোচনা শুরু হয়। এরপর সেখানে আর কোনো কাজ করছেন না। এখন গণপূর্তসহ সরকারি অন্যান্য দপ্তরে কাজ করছেন। আর তার ভাই ওসমান ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারীও এখন আর কাজ করছেন না।

পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্বাহী প্রকৌশলী গাজী আসরিব বিন সালাম অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘ঘটনা সত্য। তবে এটা কয়েকবার আমি না বুঝে করেছি। বোঝার পর আর কখনো করিনি।’

পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সার্কেলের বর্তমান দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মির্জা গোলাম কিবরিয়া যুগান্তরকে বলেন, সরকারি চাকরিজীবী হয়ে কেউ আচরণবিধি ভাঙলে তার শাস্তি যা আছে, সেটা পাবে। কোনো প্রকৌশলী কোনো অপরাধ করলে তার শাস্তি তাকে পেতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট