ঢাকার ধামরাইয়ে নানার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে মাদ্রাসার এক ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত এবি হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ধর্ষণের ঘটনায় ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
ধামরাই থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আতাউল মাহমুদ খান জানান, শনিবার রাতে উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকায় এ ঘটনা ঘটে। এবি হোসেন ওই এলাকার মৃত মোহাম্মদ কোরবান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে শিয়াকুলের নানা বাড়িতে যান চতুর্থ শ্রেণির ওই মাদ্রাসার ছাত্রী। সেখানে তাকে ফুসলিয়ে বাড়ির আড়ালে নিয়ে ধর্ষণ করে এবি হোসেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে পথচারী ও আশপাশের লোকজন দৌড়ে এবি হোসেনকে আটক করে। পাশাপাশি ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
এবি হোসেনকে মারধর করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ধামরাই থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পরে থানায় মামলা হলে সেই মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।
আতাউল মাহমুদ খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা এবি হোসেনকে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সেই মামলায় এবি হোসেনকে গ্রেফতার দেখিয়ে রোববার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আদালতে পাঠানো হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১