এলাকার আধিপত্য বিস্তার কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার মেথিকান্দা এলাকায় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অন্য একজন চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি আদিলুর রহমান।
নিহত সাইফুল রায়পুরার মহেশমারা গ্রামের বাসিন্দা। তিনি যুবলীগ নেতা আবিদুর রহমান রুবেলের সমর্থক বলে জানা গেছে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে রায়পুরার মেথিকান্দা এলাকার আব্দুল বাসেদ ভূঁইয়ার (সাবেক মেম্বার) সঙ্গে যুবলীগ নেতা আবিদুর রহমান রুবেলের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে দুগ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সর্বশেষ গতকাল রাতে দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। রাতভর চলে এ সংঘর্ষ। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে সাইফুলের পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে প্রতিপক্ষরা। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুলিবিদ্ধ অন্যজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে স্থানীয় সাংবাদিকরা অভিযোগ করেছেন, রায়পুরায় এসব সংঘর্ষ, মারামারি ও খুনের ঘটনা ঘটলেও সাংবাদিকরা তথ্য বা ফুটেজ সংগ্রহ করতে হাসপাতাল বা থানায় যেতে পারেন না। এসব রিপোর্টের কোনো প্রকার তথ্য প্রচার বা প্রকাশ করলে সাংবাদিকদের তুলে নিয়ে মারধর করেন দুই গ্রুপের নেতারা।
রায়পুরা থানার ওসি আদিলুর রহমান বলেন, এলাকায় আধিপত্য নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ১ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনতে পেয়েছি। তবে তা নিশ্চিত নয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply