বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে কোনো এক সময় মোবাইলের দোকানে চুরি হয় বলে জানান আব্দুস সামাদ নামে একটি দোকানের ব্যবস্থাপক। তিনি জানান, চুরির প্রতিবাদে দোকান মালিক ও কর্মীরা সড়কে নেমে আসেন।
পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বলেন, আমরা যতদূর শুনেছি গতরাতে যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরি হয়। শুক্রবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনাকে কেন্দ্র করে দোকানদাররা সড়ক আটকে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর তারা সড়ক ছেড়ে দেন। জুমার নামাজের পর আবার তারা সড়কে নামেন।
ফেসবুকে বিভিন্ন গ্রুপে অনেক ভিডিও পোস্ট করেছেন আন্দোলনকারীরা। সেখানে দেখা যায়, একটি কাঁচের দরজা ভাঙচুর করা হয়েছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যদেরও দেখা গেছে বিভিন্ন ভিডিওতে।
ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, আমরা দুইপক্ষের সঙ্গে কথা বলছি। বিস্তারিত পরে জানাতে পারব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১