একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কালো ধোঁয়া নির্গমন, শব্দদূষণ, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার (১৭ আগস্ট) বান্দরবান ও ঢাকার চকবাজার ইমামগঞ্জ এলাকায় পলিথিন বিরোধী দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ অভিযানে একটি মামলার মাধ্যমে ৫শ টাকা জরিমানা আদায় ও দুই কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একইসঙ্গে কয়েকটি সুপারশপ ও দোকান মালিককে সতর্ক করা হয় এবং সাধারণ জনগণের সঙ্গে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মানিক মিয়া এভিনিউ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমন রোধে পরিচালিত অভিযানে পাঁচটি মামলার মাধ্যমে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়। একই এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে পরিচালিত আরেক অভিযানে দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং একাধিক চালককে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।
অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে ঢাকার আদাবর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং অবিলম্বে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১