সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর সংস্থাটির উপপরিচালক সোহানুর রহমানকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ বিষয়ে বলেন, অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে অনুসন্ধান প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তিনি (শহীদুল হক) দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থের অপচয় করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী চুক্তি সম্পাদন এবং অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগও উঠেছে।
১৯৮৬ সালের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা বিশেষ ছুটি নিয়ে ২০০১ সাল থেকে ২০১২ পর্যন্ত দীর্ঘ ১১ বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে ছিলেন। ২০১৩ সালের জানুয়ারি মাসে তাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি দীর্ঘদিন জেনেভায় আইওএমের ‘আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব’ শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১