বিভিন্ন অনিয়মের তথ্য জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) অভিযান পরিচলনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে এ অভিযানে আসে দুদকের একটি টিম। দুদকের এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মনির হোসেন।
দুদক সূত্রে জানা গেছে, ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের ৩৮ কোটি টাকা আত্মসাৎ ও ক্ষতিসাধনের পেছনে জাড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের একটি টিম দুপুরের দিক থেকে ডিএসসিসির এই প্রকল্পের বিষয়ে তাদের বিভিন্ন বিভাগে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুদকের এই অভিযানে ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের ৩৮ কোটি টাকা আত্মসাৎ ও ক্ষতিসাধনের পেছনে জড়িতদের বিষয়ে জানতে চাওয়ার পাশাপাশি সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সময়কালে ডিএসসিসির বিভিন্ন দুর্নীতির বিষয়ে খোঁজ নিচ্ছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে গেছে, ২০১০-১১ অর্থবছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের অধীনে ৩৮ কোটি টাকা খরচ করে ঢাকার বিভিন্ন মোড়ে স্বয়ংক্রিয় স্মার্ট ট্রাফিক সিগন্যাল বসানো হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে যার মনিটরিং করার কথা ছিল। কিন্তু ট্রাফিক সিগন্যালগুলো অকেজো হয়ে আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১