তেজগাঁও কলেজ সরকারি করতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, গৌরব ও ঐতিহ্যের ৬৪ বছরে পদার্পণ করেছে রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তেজগাঁও কলেজ। প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই কলেজটি ১৯৬১ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষয় এখানে পড়ানো হয়। প্রতিষ্ঠার পর থেকে এ কলেজ শিক্ষা ও গবেষণায় অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখে আসছে, যা প্রতিষ্ঠানটির মানকে বিশ্ব দরবারে সমুন্নত করেছে।
আমরা দেখতে পেয়েছি, দেশের অনেক কলেজ জাতীয়করণ করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রয়োজনীয় সব যোগ্যতা থাকা সত্ত্বেও রাজধানীর ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ তেজগাঁও কলেজ এখনো সরকারি হয়নি। একই সঙ্গে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে বিদ্যা অর্জনের জন্য আসেন কিন্তু তাদের থাকার কোনো ব্যবস্থা নেই। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।
আমরা ভুক্তভোগী শিক্ষার্থীরা এই সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এজন্য আমরা জোরালো আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত। আমাদের বিশ্বাস, আমরা বিজয়ী হবো। কারণ, আমাদের অধ্যক্ষ মহোদয়সহ সম্মানিত শিক্ষকরা এই আন্দোলনের অভিভাবক হয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ছায়ার মতো পাশে থাকবেন— এই বিশ্বাস আমাদের অটুট।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১