এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হবে এপ্রিলে। একই সময়ে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। যে কারণে তারকা ক্রিকেটার দলে ভেড়াতে অন্য লিগের দলগুলোর সঙ্গেও লড়াই করতে হচ্ছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
মূলত আর্থিক দিক বিবেচনা করেই ক্রিকেটাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে আগ্রহ দেখান। যেখানে বেশি পারিশ্রমিক দেওয়া হয় সেখানেই ভিড় থাকে তারকাদের। তাই তারকা ক্রিকেটারদের লিগে পেতে ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক অনুদানের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান এই তথ্য জানিয়েছে।
আসন্ন আসরে মোট ছয় বিদেশি খেলোয়াড়েরের জন্য এই অনুদান দেবে পিসিবি। তাদের প্রত্যেককে ১ লাখ ডলার (১ কোটি ২১ লাখ টাকা) করে দেবে বোর্ড। এই অর্থ বোর্ডের একটি বিশেষ তহবিল থেকে ছাড়া হবে, যেখানে ১০ লাখ ডলার (১২ কোটি ১৬ লাখ ৪৩ হাজার টাকা) জমা আছে।
এই ছয় ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার (করাচি কিংস), কেইন উইলিয়ামসন (করাচি কিংস), ড্যারিল মিচেল (লাহোর কালান্দার্স), ফিন অ্যালেন (কোয়েটা গ্ল্যাডিয়েটর্স), ম্যাথু শর্ট (ইসলামাবাদ ইউনাইটেড) ও শন অ্যাবট (কোয়েটা গ্ল্যাডিয়েটর্স)।
পিসিএলের এক কর্মকর্তা বার্তা সংস্থা আইএএনএসকে বলেছেন, ‘উদাহরণস্বরূপ ওয়ার্নারের পাওনা ৩ লাখ মার্কিন ডলারের মধ্যে ১ লাখ পিসিবির বিশেষ তহবিল থেকে পরিশোধ করা হবে। প্লেয়ার্স ড্রাফটের সময় নাম লেখানো এলিট খেলোয়াড়দের অর্থ প্রদানে সহায়তা করতে পিসিবি তহবিলটি ব্যবহার করবে।’
Leave a Reply