দ্রুত সময়ের মধ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের চলমান সংকটের ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে সচেতন ছাত্রসমাজ নামে এক সংগঠন।
সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সচেতন ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সচেতন ছাত্রসমাজের মুখ্য সংগঠক জুবাইরুল ইসলাম বলেন, বর্তমান সরকার বিবদমান উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে বিশ্ব ইজতেমা আয়োজনের তারিখ ঘোষণা করেছিল।
সরকারের জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, আগামী ৩১ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মাওলানা জুবায়েরের অনুসারীরা আয়োজন করবেন। আগামী ৭ হতে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীরা আয়োজন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী তাবলিগের উভয় পক্ষই তাদের ইজতেমা নির্ধারিত তারিখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা। তবে অত্যন্ত দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি,মাওলানা জুবায়েরের অনুসারীরা প্রজ্ঞাপনের শর্ত ভঙ্গ করে ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনের ঘোষণা দিয়েছেন, যা পূর্বে জারিকৃত সরকারি প্রজ্ঞাপনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
এছাড়া ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজনের কথা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি। বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে সরকারের এই অস্পষ্টতা এবং ধোঁয়াশা জাতিকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি করছে।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সচেতন ছাত্রসমাজের পক্ষে নজরুল ইসলাম, শরীফুল ইসলাম, রোমান হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১